Spiritual Activities and Pujas

For the well-being of all devotees, a special puja path along with homa - yagya is organized at Baglamukhi Matri Mission. Contact Matri Mission today to get relief from Manglik Dosha / Kalasarpa Dosha / Grahan Dosha / Pitru dosha / Navagraha Dosha re. Apart from this, the mission president conducts special homa – yagyas in all other centers including the main branch to wish the devotees well.

Matri Mission informs devotees to contact any branch of the Mission today to solve any problem.

Buddhapurnima, Rasapurnima and Snanpurnima: Vishnu Yagya is performed at Matri Mission for marital happiness and removal of all kinds of diseases.

Falharini Amavasya: Maa Baglamukhi Maha Yagya is performed to negate any graha dosha including manglik dosha.

Kaushi Amavasya: A special brihat maha yagya is performed for the good wishes of devotees and for financial and business prosperity and stability.

Deepanwita Amavasya (Kali Puja Ratri): Kali-Tara-Baghla Maha Yagya for getting rid of obstacles in employment / marital turmoil / evil influence / Vashikaran.

Ratanti Chaturdarshi: Maa Baglamukhi and Maa Chhinamasta Maha Yagya are performed to fulfill all kinds of marital, economic, business and all other desires to be fullfilled. At the end of the yagya, special vibhuti is offered to every devotee.

Navratri Maha Yagya: A nine-day Maa Baglamukhi Maha Yagya for the auspiciousness of all the devotees and for the removal of all obstacles and dangers of the life.

Shivaratri: Mahamrityunjaya Maha Yagya is performed to destroy the fear of death and at the end of the yagya special mantraput Rudraksha is offered to the devotees to wish them well.

Akshaya Tritiya: On the occasion of Mother's annual foundation day, a day-long festival is organized and every devotee is offered Akhand Akshayaphalam.

পূজাপাঠ:

সমস্ত ভক্তের মঙ্গলকামনায় বগলামুখী মাতৃমিশনে হোমযজ্ঞ সহ বিশেষ পূজাপাঠের আয়োজন করা হয়। মাঙ্গলিক দোষ/ কালসর্পদোষ/ গ্রহণদোষ/ পিতৃদোষ/ নবগ্রহদোষ সহ নানান গ্রহদোষ খণ্ডন করতে হলে মাতৃমিশনে আজই যোগাযোগ করুন। এছাড়া মিশনের সঙ্ঘাধ্যক্ষ ভক্তদের মঙ্গলকামনায় প্রধান শাখা সহ অন্যান্য সমস্ত কেন্দ্রেই বিশেষ হোমযজ্ঞ সম্পন্ন করে থাকেন।

    মাতৃমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে, ভক্তদের যে কোন সমস্যা সমাধানের জন্য আজই মিশনের যে কোন শাখায় যোগাযোগ করুন।  
  • বুদ্ধপূর্ণিমা, রাসপূর্ণিমা এবং স্নানপূর্ণিমা: সাংসারিক সুখ ও সমস্ত প্রকারের রোগ দূর করতে বিষ্ণু যজ্ঞ সম্পন্ন হয় মাতৃমিশনে
  • ফলহারিণী অমাবস্যা: মাঙ্গলিক দোষ সহ যে কোন গ্রহদোষ খণ্ডন করতে মা বগলামুখী মহাযজ্ঞ সম্পন্ন হয়
  • কৌষি অমাবস্যা: ভক্তদের মঙ্গলকামনায় এবং আর্থিক ও ব্যবসায়িক উন্নতির জন্য বিশেষ তারা যজ্ঞ সম্পন্ন হয়
  • দীপান্বিতা অমাবস্যা: চাকুরি ক্ষেত্রে বাধা/ সাংসারিক অশান্তি/ অশুভ প্রভাব নাশ/ বশীকরণ থেকে মুক্তিলাভের জন্য কালী-তারা-বগলা যজ্ঞ
  • রটন্তী চতুর্দর্শী: সমস্ত রকমের সাংসারিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং সকল মনোবাঞ্ছা পূরণের জন্য মা বগলামুখী ও মা ছিহ্নমস্তা মহাযজ্ঞ সম্পন্ন হয়। যজ্ঞ শেষে প্রত্যেক ভক্তদের বিশেষ বিভূতি প্রদান করা হয়।
  • নবরাত্রি মহাযজ্ঞ: সমস্ত ভক্ত শিষ্যদের মঙ্গলকামনায় ও আপামর সনাতনীদের সকল প্রকার বাধা বিপদ দূরীকরণের জন্য নয়দিন ব্যাপী মা বগলামুখী মহাযজ্ঞ
  • শিবরাত্রি: মৃত্যুভয় নাশ করার জন্য মহামৃত্যজ্ঞয় মহাযজ্ঞ সম্পন্ন হয় এবং যজ্ঞ শেষে ভক্তদের মঙ্গলকামনায় বিশেষ মন্ত্রপূত রুদ্রাক্ষ প্রদান করা হয়।
  • অক্ষয়তৃতীয়া: মায়ের বার্ষিক প্রতিষ্ঠাদিবস উপলক্ষে সারাদিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয় ও প্রত্যেক ভক্তকে অখণ্ড অক্ষয়ফল প্রদান করা হয়।